রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৬ এপ্রিল ২০১৪, ১১:২৫ পূর্বাহ্ন
শেয়ার

হিজড়ারা তৃতীয় লিঙ্গের মর্যাদা পেল ভারতে


সিউল, ১৬ এপ্রিল ২০১৪:

দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি পেলেন ভারতের রূপান্তরকামী বা হিজড়ারা। আজ ভারতের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসাবে মর্যাদা দেয়া হয়। একই সাথে সুপ্রিম কোর্টের রায়ে ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে হিজড়াদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে সমান অধিকার দিতে বলা হয়।

tushar1হিজড়াদের হেনস্থা রুখতে কড়া ব্যবস্থা নেয়ার কথাও রায়ে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর উৎসবে মেতে ওঠে রূপান্তরকামী বা হিজড়ারা।

আদালত হিজড়াদের ভোটার আইডি, পাসপোর্ট ও গাড়ি চালানোর লাইসেন্সসহ সকল ধরনের সুযোগ-সুবিধা দেয়ারও নির্দেশ দিয়েছে। জাতীয় আইনী সেবা কর্তৃপক্ষ হিজড়াদের জন্য সমানাধিকার চেয়ে ২০১২ সালে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছিল।