মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৪ জুলাই ২০২৫, ৪:১৯ অপরাহ্ন
শেয়ার

এক দশকের সবচেয়ে বড় রাজস্ব পতনের মুখে টেসলা


এক দশকের সবচেয়ে বড় রাজস্ব পতনের সম্মুখীন টেসলা

বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা গত এক দশকে প্রথমবারের মতো সবচেয়ে বড় ত্রৈমাসিক রাজস্ব পতনের সম্মুখীন হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, এপ্রিল থেকে জুন—এই তিন মাসে তাদের আয় কমে দাঁড়িয়েছে ২২ দশমিক ৫ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ে ছিল ২৫ দশমিক ৫ বিলিয়ন ডলার।বিশ্লেষকদের প্রত্যাশা ছিল রাজস্ব অন্তত ২২ দশমিক ৭৪ বিলিয়ন ডলার হবে, কিন্তু সেটিও পূরণ হয়নি।

এর মাঝে গাড়ি বিক্রির রাজস্ব কমেছে ১৬ শতাংশ। উল্লেখযোগ্য হারে গাড়ির সরবরাহ কমে যাওয়ার ফলে এমনটি হয়েছে বলে জানিয়েছে টেসলা। যা এই কোয়ার্টারে ১৪ শতাংশ কমেছে।

টেসলার এই মন্দার পেছনে কেবল গাড়ি সরবরাহ বা চাহিদা নয়, বরং সিইও এলন মাস্কের রাজনৈতিক সংশ্লিষ্টতা বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। মাস্ক সম্প্রতি নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক সংঘাতে জড়িয়েছেন।

এছাড়া, ইউরোপে জার্মানির কট্টর ডানপন্থী এএফডি পার্টিকে সমর্থন করার কারণে ব্র্যান্ডের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে টেসলার উত্তরণে নতুন চ্যালেঞ্জ হিসেবে যুক্ত হয়েছে একাধিক শীর্ষ নির্বাহীর পদত্যাগ। সম্প্রতি, উত্তর আমেরিকা ও ইউরোপে বিক্রি ও উৎপাদনের দায়িত্বে থাকা এক ঘনিষ্ঠ নির্বাহী পদত্যাগ করেছেন।

ফলে বিনিয়োগকারীরা এখন টেসলার ভবিষ্যৎ পরিকল্পনার দিকে তাকিয়ে আছেন—বিশেষ করে রোবোট্যাক্সি প্রকল্প এবং মানব আকৃতির রোবট তৈরির উদ্যোগে। টেক্সাসের অস্টিনে পরীক্ষামূলকভাবে রোবোট্যাক্সি চালুর মাধ্যমে এই খাতের যাত্রা শুরু করেছে টেসলা।

বিশ্লেষকদের মতে ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভস মনে করেন, “এটা টেসলার জন্য একটি ইতিবাচক মোড়। মাস্ক আবারও নেতৃত্বে মনোযোগী, রোবোট্যাক্সি ও স্বচালিত গাড়ির প্রসার শুরু হয়েছে, চীনে চাহিদা স্থিতিশীল হচ্ছে এবং টেসলা এআই-নির্ভর ভবিষ্যতের দিকে দ্রুত এগোচ্ছে।”

তিনি মনে করেন, এলন মাস্কের এক্স-এআই কোম্পানির সঙ্গে সমন্বিত পরিকল্পনা টেসলার নতুন দিগন্ত খুলে দেবে।

 

নিউজ পাওয়া যায়নি