
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে মেডিকেল টিম হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ সহায়তা দিতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে এসেছে।
হাসপাতাল সূত্রমতে, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে মেডিকেল টিম হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। তারা খালেদা জিয়ার চিকিৎসক দলের সাথে বৈঠক করবেন।
মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি বিশেষজ্ঞ মতামত অত্যন্ত প্রয়োজন। সূত্র আরও জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকদের বেশিরভাগই চীনা নাগরিক।
এদিকে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে বিএনপি’র পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। দলটি জানিয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত সব তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানাবেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।



























