
ফাইল ছবি
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনা সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে নতুন এই মূল্য কার্যকর হবে।
সোমবার (১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এই নতুন দর ঘোষণা করে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার মূল্য বাড়ায় সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
হালনাগাদ দামে ২১ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ২ টাকা। ১৮ ক্যারেট সোনার নতুন দর ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা, আর সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৬০১ টাকা বহাল রাখা হয়েছে।



























