শুক্রবার । ডিসেম্বর ৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ ডিসেম্বর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন
শেয়ার

প্রবাসী ভোটার নিবন্ধনে সময় বাড়াল ইসি


Postal-Vote

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের নিবন্ধন সময় এক সপ্তাহ বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর রাত ১২টা (বাংলাদেশ সময়) পর্যন্ত বিশ্বের যেকোনো স্থান থেকে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

এর আগে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আজ সোমবার ইসি সচিবালয়ে এ তথ্য জানান সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, অনেক প্রবাসী সময় বাড়ানোর অনুরোধ করায় এবং প্রযুক্তিগতভাবে সময় বাড়ানো সম্ভব হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি সচিব আরও জানান, এখন যেকোনো দেশ থেকেই প্রবাসীরা অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন। তফসিল ঘোষণার পর আইসিপিভি ইন-কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন ১৫ দিনের জন্য চালু করা হবে বলেও জানান তিনি।

ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৫টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ১ লাখ ২৩ হাজার ৮৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ লাখ ৬ হাজার ৯০৬ জন পুরুষ এবং ১৬ হাজার ১৮৩ জন নারী।