
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা
ঢাকায় ভারতীয় হাই কমিশন ও আইটেক অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএএবি)–এর যৌথ আয়োজনে ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশন ডে (আইটেক ডে)–২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) হাই কমিশন প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে প্রায় ১৫০ জন আইটেক অ্যালামনাই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা আইটেককে ভারতের সাউথ–সাউথ সহযোগিতার প্রতি অঙ্গীকারের দৃঢ় প্রতিফলন বলে উল্লেখ করেন। তিনি বলেন, অংশীদার দেশের প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী সক্ষমতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নমূলক প্রশিক্ষণ দিয়ে আসছে আইটেক। হাই কমিশনার জানান, এ পর্যন্ত বাংলাদেশ থেকে ৫ হাজারের বেশি পেশাজীবী আইটেকের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া অ্যালামনাইরা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের প্রশিক্ষণ অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠাে বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর), বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন (বিএইসি), স্পারসো এবং বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি (বিএলপিএ)–র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
১৯৬৪ সালে চালু হওয়া আইটেক কর্মসূচি বর্তমানে ১৬০টিরও বেশি দেশকে উন্নয়ন অভিজ্ঞতা ও প্রযুক্তিগত অগ্রগতির সুবিধা দিয়ে আসছে। প্রতিবছর ১২ হাজারের বেশি প্রশিক্ষণ স্লটের মাধ্যমে কৃষি, হিসাবরক্ষণ, অডিট, ব্যবস্থাপনা, সুশাসন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন, জনস্বাস্থ্য, বিচারব্যবস্থা, নির্বাচন ব্যবস্থাপনা, আইটি, ডেটা অ্যানালিটিক্স, রিমোট সেন্সিং, নবায়নযোগ্য জ্বালানি ও অ্যাডভান্সড কম্পিউটিংসহ বিভিন্ন বিষয়ে ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে ৩০০–র বেশি প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়।



























