বুধবার । ডিসেম্বর ৩, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়াকে নিয়ে মোদীর টুইট


Khaleda Modi

বেগম খালেদা জিয়া ও নরেন্দ্র মোদী

অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৫৬ মিনিটে নিজের ভেরিভায়েড এক্স হ্যান্ডেলে তিনি টুইট করেন।

Tweet Modi

সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী লেখেন-

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইলো। ভারত প্রয়োজনীয় যেকোনো উপায়ে সব ধরনের সহায়তা দিতে সদা প্রস্তুত।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া সেখানেই চিকিৎসাধীন আছেন।