লুঙ্গি পরে রাজপথে নামার কথা রেখেছেন আওয়ামী লীগ নেতা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে তিনি লুঙ্গি পরেই হাজির হয়েছেন।
এর আগে গত মঙ্গলবার তিনি ঘোষণা দেন, বিএনপির আন্দোলন ঠেকাতে ৫ জানুয়ারি লুঙ্গি পিইন্দা রাজপথে দাঁড়াবেন তিনি।
বিএনপিকে চ্যালেঞ্জ করে ওই দিন মায়া বলেন, “কত হেডম (ক্ষমতা) ৫ তারিখে দেখব। ৫ তারিখে আমি নিজেই লুঙ্গি পিইন্দা রাস্তায় দাঁড়ামু। আমিও দেখতে চাই কার কতটা হেডম আছে।”
দলীয় নেতাদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া বলেন, “কী বলেন ভাইয়েরা, ৫ তারিখ কি রাস্তায় থাকবেন না? ৫ তারিখ কিন্তু অনেক দেরি। আজকে থেকেই রাস্তায় নেমে যান।”
প্রসঙ্গত, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি নবম জাতীয় সংসদের বিরোধীদল বিএনপি। ওই দাবিতে অনড় রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট।


















