বুধবার । ডিসেম্বর ১০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৪ অগাস্ট ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
শেয়ার

চিত্রকর্ম সংরক্ষণ ও জাদুঘর বিষয়ক প্রশিক্ষণ নিতে চীনে যাচ্ছে দুটি দল


Mostofa Sorwar

চিত্রকর্ম সংরক্ষণ এবং জাদুঘরের প্রসারে প্রশিক্ষণের জন্য দুটি আলাদা দল চীনে যাচ্ছে। বুধবার ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে ড্রোন প্রশিক্ষণ বিষয়ক একটি অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুকী বলেন, ‘চিত্রকর্ম সংরক্ষণে প্রশিক্ষণ নিতে ১৫ সদস্যের একটি দল চীনে যাবে। তারা সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসে দেশে অন্যদের শেখাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বহু বছর ধরেই বিদ্যমান। চীনের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সহযোগিতা আগেও ছিল, এখনো অব্যাহত রয়েছে। এই সাংস্কৃতিক বন্ধন দুই দেশের সম্পর্কে এক নতুন উদ্যম সৃষ্টি করবে।’

মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, ড্রোন এখন গল্প বলার একটি নতুন মাধ্যম। এটি প্রযুক্তি এবং শিল্পের এক দারুণ মিশ্রণ। সম্প্রতি চীনের সহযোগিতায় ঢাকায় ছয়টি ড্রোন শো প্রদর্শিত হয়েছে, যা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

উপদেষ্টা আরও আশা প্রকাশ করেন, ট্র্যাডিশনাল মিডিয়া ও নিউ মিডিয়ার প্রসার এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ও চীনের মধ্যে নতুন সুযোগ তৈরি হবে। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

নিউজ পাওয়া যায়নি