মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শেয়ার

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার


dead-body-recovered

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। সংগৃহীত ছবি

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নরসিংহপুর গ্রামের আবুল হোসেন দেওয়ানের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া (২৮) ও মেয়ে জামিলা (৬)। তাদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার নলডাঙা গ্রামে। রুবেল রাজমিস্ত্রীর কাজ করতেন। আর সোনিয়া তৈরী পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তালাবদ্ধ ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা একই পরিবারের সদস্য। পুলিশ ধারণা করছে, রুবেল আহমেদ স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।

নিউজ পাওয়া যায়নি