রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শেয়ার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ফের ৩১ বিলিয়ন ডলার


reserve

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এ অঙ্ক দাঁড়িয়েছে ২৬ দশমিক ০৮ বিলিয়ন ডলারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ডলারে, যা আগে ছিল ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে হয়েছে ২৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার, যা এর আগে ছিল ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পরিবর্তনের পর বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা এসেছে এবং কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হয়নি। বরং ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ ৪ সেপ্টেম্বর পাঁচটি ব্যাংক থেকে ১৩ কোটি ৪০ লাখ ডলার এবং ২ সেপ্টেম্বর আটটি ব্যাংক থেকে ৪ কোটি ৭৫ লাখ ডলার কেনা হয়।

২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার, আগস্টে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স ছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

বাংলাদেশের রিজার্ভের যাত্রা উল্লেখযোগ্যভাবে ওঠানামা করেছে। ২০১৩ সালের জুনে রিজার্ভ ছিল মাত্র ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। ২০২০ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ৩৯ বিলিয়ন ডলার অতিক্রম করে এবং অক্টোবরে ৪০ বিলিয়ন ছুঁয়ে ফেলে। ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ ৪৮ দশমিক ০৪ বিলিয়ন ডলারে পৌঁছালেও পরবর্তী সময়ে ডলার সংকটে ধারাবাহিকভাবে রিজার্ভ কমতে থাকে।