রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২০ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার

আবারও বাড়ল সোনার দাম, ভরি ১৮৯৩০৭ টাকা


goldকিছুটা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৫৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে ১৮ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। তার আগে টানা সাত দফায় দাম বাড়ানো হয়। ওই সময় ভরি প্রতি ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ দাম। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে সেটি কিছুটা কমানো হয়েছিল।

নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৯৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা। ১৮ ক্যারেটের এক ভরিতে ৯৪৫ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরিতে ৮০৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা।

অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ১৩৫ টাকা।