সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
শেয়ার

‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী আন্দোলনকর্মী মামুন পূর্বাচল থেকে উদ্ধার


Mamun

‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী আন্দোলনকর্মী মামুন পূর্বাচল থেকে উদ্ধার

অপহরণের হুমকি পাওয়ার পর নিখোঁজ হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স-এর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, মামুনকে পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদের কাছে—প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের পাশ থেকে পাওয়া গেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাকে উদ্ধারের জন্য তাদের একটি টিম সেখানে যায়।

পরবর্তীতে সংগঠনের পেজে দেওয়া আরেক পোস্টে বলা হয়, মামুনকে উদ্ধার করে উত্তরায় নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পোস্টে আরও উল্লেখ করা হয়, তিনি এখনও ট্রমার মধ্যে আছেন, তাই সর্বপ্রথম লক্ষ্য তার শারীরিক সুস্থতা নিশ্চিত করা। মামুনকে উদ্ধারে ডিসি উত্তরা ও তার টিম ভূমিকা রেখেছেন বলেও জানানো হয়।

এর আগে গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে মামুন একটি অজ্ঞাত নম্বর থেকে অপহরণের হুমকি পান। পরদিন (২২ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। সেদিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

নিউজ পাওয়া যায়নি