সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৩ অপরাহ্ন
শেয়ার

গাজাগামী মিডিয়া ফ্লোটিলায় যোগ দিচ্ছেন ড. শহিদুল আলম


Dr Shahidul Alam

খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক উদ্যোগ “ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন”–এর মিডিয়া ফ্লোটিলায় যোগ দিচ্ছেন। শনিবার শহিদুল আলম প্রতিষ্ঠিত দৃক-পাঠ ভবনে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

শহিদুল আলম আজ (শনিবার) নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন। আগামীকাল রোববার তিনি ইতালির উদ্দেশে রওনা হবেন এবং সেখান থেকে নৌবহরে যুক্ত হন। এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্লোটিলার লক্ষ্য হলো গাজার অবরুদ্ধ মানুষের কণ্ঠস্বর বিশ্বে পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিনের তথ্য অবরোধ ভাঙা।

Dr Shahidul Alam2

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) একটি আন্তর্জাতিক নাগরিক সমাজ উদ্যোগ, যা ২০১০ সাল থেকে গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করছে। এবারের ফ্লোটিলায় সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন দেশের নাগরিকরা যুক্ত হয়েছেন। সংগঠনের তথ্য অনুযায়ী, অবরুদ্ধ গাজায় মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। অবরোধ ভাঙতে এ যাত্রার অংশ হিসেবে ইতিমধ্যেই একাধিক জাহাজ যাত্রা করেছে, যার মধ্যে কিছু জাহাজ ইসরায়েলি হামলার মুখে পড়েছে। সাম্প্রতিক সময়ে নৌবহরের একটি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে কোয়ালিশন।

শহিদুল আলম দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আসছেন। গত বছর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনের দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দেন। এর আগে মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে কাজ করার জন্য তিনি আন্তর্জাতিকভাবে একাধিকবার স্বীকৃতি পেয়েছেন।

গাজায় চলমান সংকট প্রসঙ্গে শহিদুল আলম বলেন, “বিশ্বের চোখের সামনে একটি জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সাংবাদিক ও মিডিয়া কর্মীদের দায়িত্ব হলো সেই সত্য তুলে ধরা। মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়ে আমি সেই দায়িত্ব পালনের চেষ্টা করব।”

নিউজ পাওয়া যায়নি