সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২:২২ অপরাহ্ন
শেয়ার

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ৬ বিলাসবহুল গাড়ি জব্দ


Haji Selim

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান ।। ছবি: বাংলা টেলিগ্রাফ

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শুরু হওয়া এ অভিযান চলছিল শেষ খবর পাওয়া পর্যন্ত।

অভিযান চলাকালে ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে একটি গোপন কক্ষ উন্মোচন করে ছয়টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়।

যে ভবনে অভিযান চালানো হচ্ছে, সেটির নাম ‘গুলশানারা মাসুদা টাওয়ার’। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের সরকারি লোগো পাওয়া গেছে। তবে আটককৃত ম্যানেজার এসব গাড়ির বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য দিতে পারেননি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর হাজী সেলিম ও তার বড় ছেলে সাবেক এমপি সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারে আছেন। আরেক ছেলে ইরফান সেলিম এখনও পলাতক রয়েছেন।