রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
শেয়ার

৩৩ কোটি ডলারের ঋণ ও অনুদান দিচ্ছে এডিবি


বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

তিনটি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যার মোট পরিমাণ ৩৩ কোটি ১৭ লাখ ১০ হাজার ডলার।

এর মধ্যে বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়া হচ্ছে ২৬ কোটি ৯১ লাখ ডলারের। অনুদান দেওয়া হবে ছয় কোটি ২৬ লাখ ডলারের। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং চুক্তিগুলো স্বাক্ষর করেন।

এর মধ্যে খুলনা শহরে পানি সরবরাহ সম্প্রসারণের জন্য ১৫ কোটি ডলারের ঋণ ও ৪০ লাখ ডলারের অনুদান চুক্তি রয়েছে। এ সম্পর্কিত প্রকল্পের মাধ্যমে ১৭ লাখ ৮০ হাজার মানুষকে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এর আওতায় বিদ্যমান অবকাঠামো উন্নত করার পাশাপাশি খুলনা ওয়াসার কার্যক্রমে দক্ষতা বাড়ানো হবে।

অপর একটি চুক্তির আওতায় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং তারা যেসব এলাকায় অবস্থান করছে সেখানে বসবাসরত স্থানীয়দের সহায়তায় এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ) থেকে পাঁচ কোটি ৮৬ লাখ ডলারের অনুদান এবং দুই কোটি ৮১ লাখ ডলারের একটি রেয়াতি ঋণ দিচ্ছে এডিবি। কক্সবাজার ও ভাসানচরে এ সম্পর্কিত প্রকল্প বাস্তবায়ন হবে।

এডিএফ হচ্ছে দরিদ্রতম ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল সদস্য দেশগুলোর জন্য এডিবির একটি অনুদানভিত্তিক তহবিল। এ ছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণ উন্নয়নে ৯ কোটি ১০ লাখ ঋণ দিচ্ছে এডিবি।