
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’। গণমাধ্যমে চীন সম্পর্কিত প্রতিবেদন ও সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতেই এই আয়োজন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিএমজি বাংলার ঢাকা অফিসে আয়োজক সংগঠনগুলোর মধ্যে এ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। আয়োজন করছে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেসক্লাব এবং দেশের শীর্ষ সাংবাদিক সংগঠনসমূহ।
এ উদ্যোগে সহযোগী হিসেবে থাকছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশি সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ ও অনলাইন এডিটরস অ্যালায়েন্স।
চীনা দূতাবাসের তত্ত্বাবধানে সহ-আয়োজক হিসেবে যুক্ত হচ্ছে চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আপন মৈত্রী বিনিময় কেন্দ্র।
অনুষ্ঠানে সিএমজি বাংলার পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, “চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে এই অ্যাওয়ার্ড বিশেষ তাৎপর্য বহন করবে। এটি দুই দেশের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা ও যোগাযোগ আরও শক্তিশালী করবে।”
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ জানান, “চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা প্রতিনিয়ত বাড়ছে। এই উদ্যোগ সাংবাদিকদের উৎসাহিত করবে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে।”
আয়োজকদের মতে, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আরও মানসম্মত সংবাদ প্রকাশে উৎসাহ জাগবে, পাশাপাশি দুই দেশের বন্ধন আরও দৃঢ় হবে। আপন মৈত্রী বিনিময় কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট চাং ছিনবিন বলেন, “এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের মানুষ চীন সম্পর্কিত আরও তথ্যবহুল ও বৈচিত্র্যময় সংবাদ পাবে, যা দুই দেশের সম্পর্ক গভীর করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট চিয়া লেইমিং, আয়োজক সংগঠনের প্রতিনিধি এবং সিএমজি বাংলার সাংবাদিকরা।
এ বছর মোট পাঁচটি ক্যাটাগরিতে ৩০ জন সাংবাদিককে এ সম্মাননা প্রদান করা হবে। অ্যাওয়ার্ডের বিস্তারিত তথ্য শিগগিরই সিএমজি বাংলা পেজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হবে।




















