সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২ অক্টোবর ২০২৫, ৬:০৮ অপরাহ্ন
শেয়ার

চিকিৎসা শেষে শনিবার দেশে ফিরছেন নুর


Noor Hospital

ফাইল ছবি

সিঙ্গাপুরে প্রায় দুই সপ্তাহের চিকিৎসা শেষ করে দেশে ফিরছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আগামী শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদে উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি জানান, সিঙ্গাপুরে অবস্থানকালে নুরুল হক নুরের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।

চিকিৎসা সফরে নুরের সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। পরে দেশে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়।

নিউজ পাওয়া যায়নি