মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৫ অক্টোবর ২০২৫, ৯:২৫ অপরাহ্ন
শেয়ার

লেখক, শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম লাইফ সাপোর্টে


Sayed Monzurul Islam

লেখক, অনুবাদক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম গুরুতর অসুস্থ। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ মনজুরুল ইসলামকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সৈয়দ মনজুরুল ইসলামের পরিবারের সাথে ঘনিষ্ট অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার হঠাৎ করে তিনি তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করে দুটি রিং স্থাপন করেন। অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা স্থিতিশীল থাকলেও ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম দেশের সাহিত্য অঙ্গনে একজন বহুমুখী লেখক হিসেবে পরিচিত। তিনি গল্প, প্রবন্ধ, অনুবাদ ও গবেষণার মাধ্যমে পাঠক-সমাজে বিশেষ মর্যাদা অর্জন করেছেন।

নিউজ পাওয়া যায়নি