
অধ্যাপক তোফায়েল আহমেদ
স্থানীয় সরকারবিষয়ক বিশেষজ্ঞ, অধ্যাপক তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, হৃদ্রোগে আক্রান্ত হলে মঙ্গলবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তার হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত করেন। বুধবার বিকেলে রিং পরানোর জন্য অস্ত্রোপচারে নেওয়া হলে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, কিন্তু রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক তোফায়েল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ছিলেন। তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও সদস্য ছিলেন। স্থানীয় সরকার ও শাসনব্যবস্থা নিয়ে তার গবেষণা ও বিশ্লেষণ নীতি-নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক মেয়েকে রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।




















