
রাজধানীর সচিবালয়ের সামনে ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের সদস্যরা রাষ্ট্রীয় স্বীকৃতি ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের একাধিকবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে সংগঠনের কয়েকশ সদস্য জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে তারা সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়।
‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ইমন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকারকে একাধিকবার সময় দিলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আবার রাজপথে এসেছি।’
তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের ওপর পুলিশি হয়রানি ও নজরদারি চলছে। ‘জুলাই আন্দোলনের ইতিহাসকে বিকৃত করার প্রবণতা দেখা যাচ্ছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না,’ যোগ করেন তিনি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা এর আগে সরকারকে স্মারকলিপি দিয়েছেন, যেখানে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিক স্বীকৃতি, নিহতদের পরিবারের পুনর্বাসন এবং অভিযুক্তদের বিচারের দাবি জানানো হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সচিবালয়ের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।




















