
সংবাদ সম্মেলনে কথা বলেন লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে নিহতদের মুখ সম্পূর্ণ ঝলসে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত সম্ভব হচ্ছে না। এ কারণে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা হবে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক ব্রিফিংয়ে বলেন, ‘সব লাশ আনোয়ার ফ্যাশন নামের পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে। তীব্র তাপে তাদের মুখ পুরোপুরি বিকৃত হয়ে গেছে।’
তিনি আরও জানান, রাসায়নিক বিস্ফোরণ থেকে সৃষ্ট বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে অনেকেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। সন্ধ্যা নাগাদ গার্মেন্টস অংশের আগুন নিয়ন্ত্রণে এলেও পাশের রাসায়নিক গুদামে আগুন জ্বলছে বলে জানানো হয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রূপনগর শিয়ালবাড়ি এলাকায় ওই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও বেশ কয়েকটি ইউনিট যুক্ত হয় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে।
বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিস কারখানা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছায় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।





















