সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৫ অক্টোবর ২০২৫, ২:১৩ অপরাহ্ন
শেয়ার

মিরপুর অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৭ জনের লাশ শনাক্ত


Mirpur Fire 3

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে এখন পর্যন্ত ৭ জনের মরদেহ শনাক্ত করেছেন তাদের স্বজনরা। শনাক্ত মরদেহগুলো ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) সকালে রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান জানান, ‘সাতজন নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। এছাড়া আরও কয়েকটি মরদেহের দাবিদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও উপস্থিত হয়েছেন বলে খবর পেয়েছি। প্রতিটি মরদেহ যাচাই-বাছাই শেষে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পরিবারের সদস্যদেরও ডিএনএ নমুনা নেওয়া হবে, যাতে মিল পাওয়া গেলে মরদেহ হস্তান্তর করা যায়।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার রাতেই সব মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এখন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরের একটি ভবনের নিচতলায় রাসায়নিকের গুদাম ও উপরের তলায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে কর্মরত শ্রমিক ও আশপাশের লোকজন আটকা পড়েন। ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ঘটনাস্থল থেকে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়। ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন আরও অন্তত তিনজন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামে রাখা দাহ্য রাসায়নিক থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। এ ঘটনায় তদন্ত শুরু করেছে রূপনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দল।