
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে উত্তরা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পাঁচ হাজারেরও বেশি পুলিশ সদস্য।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, শুধুমাত্র কার্ডধারী ব্যক্তিদের বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অন্য কেউ প্রবেশ করতে পারছেন না।
তিনি বলেন, ‘আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, যাতে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।’
ডিসি মহিদুল আরও জানান, উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছে।
তিনি নিশ্চিত করেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং নাগরিকদের আতঙ্কিত না হয়ে দায়িত্বশীলভাবে চলাচলের আহ্বান জানান।





















