সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২০ অক্টোবর ২০২৫, ১:১৫ পূর্বাহ্ন
শেয়ার

জুবায়েদ হত্যার প্রতিবাদে বংশাল থানা ঘেরাও, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ


Bongshal Thana

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদের হত্যার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে পুরান ঢাকা। রোববার গভীর রাতে বংশাল থানা ঘেরাও করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল ও জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও।

রাত ১২টার দিকে বংশাল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নানা স্লোগান দিতে থাকেন। তারা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কী করে?’— এমন প্রতিবাদী স্লোগানে থানা এলাকা মুখর করে তোলে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিশ্বজিৎ চত্বর হয়ে শাঁখারি বাজার, রায়সাহেব বাজার মোড় ঘুরে তাঁতি বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য অবরোধ করে। পরে বিক্ষোভকারীরা সেখান থেকে বংশাল থানার দিকে অগ্রসর হয়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুবায়েদ হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি—এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদলের আন্দোলন চলবে।

এসময় থানা এলাকার নিরাপত্তা জোরদার করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।