
রাজধানী থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর পাশাপাশি সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১ হাজার ৭৪৮ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান রাজধানীতে গ্রেপ্তারির তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে।
এদিকে, পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ২০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫৪৭ জনকে আটক করা হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এই তথ্য জানিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণাধীন রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।


















