
হবিগঞ্জের নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে তামান্না আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (৩ মার্চ) দুপুরে ঘরের ভিতর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, মৃত তামান্না আক্তার উপজেলার গজনাইপুর ইউনিয়নের গাজীর মোকাম গ্রামের মোছন আলীর মেয়ে এবং মৌলভীবাজার সরকারী কলেজের অর্নাস ১ম বর্ষের ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার বিকালে সাতাইহাল গ্রামের মছন আলী বাড়ীতে কলেজ পড়ুয়া মেয়ে তামান্না আক্তারকে রেখে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ডাক্তার দেখাতে যান। দুপুরে বাড়ীতে এসে মেয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে গোপলার বাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এসময় ময়না তদন্তের জন্যে লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে আত্মহত্যার কারন এখনো জানা যায়নি।





















