বুধবার । ডিসেম্বর ১০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৬ মার্চ ২০২৫, ৪:১৩ অপরাহ্ন
শেয়ার

ঢাকা মেডিক্যালে যৌথ বাহিনীর অভিযানে আটক অর্ধশতাধিক


ঢাকা মেডিক্যালে যৌথ বাহিনীর অভিযানে আটক অর্ধশতাধিক

 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘দালাল-প্রতারক’ নির্মূলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে এ অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ঢামেক হাসপাতালে দালাল-প্রতারক নির্মূলে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলছে। অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। এছাড়া আটক অনেককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।’

নিউজ পাওয়া যায়নি