সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১২ মে ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন
শেয়ার

‘পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না, পুনর্গঠিত হচ্ছে র‍্যাব’


'পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না, পুনর্গঠিত হচ্ছে র‌্যাব'

 

পুলিশের কাছে কোনো প্রাণঘাতী বা মারণাস্ত্র থাকবে না। খুব শিগগিরই পুলিশের কাছে থাকা সব মারণাস্ত্র জমা নেওয়া হবে। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে মারণাস্ত্র থাকবে।

আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

পাশাপাশি সভায় র‌্যাব পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এজন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে।

আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি পুলিশের হাতে কোন কোন ধরনের অস্ত্র রাখা যাবে, কীভাবে কাজ করবে, সে বিষয়গুলো ঠিক করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সভায় গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

কোরবানির হাটে সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ানোর জন্য রাজধানীর প্রতিটি হাটে হাট কর্তৃপক্ষকে ১০০ জন করে আনসার নিয়োগ করতে করতে হবে। ঈদে হাইওয়ে পুলিশ সড়কে কাজ করবে। যাতায়াত নির্বিঘ্ন করা এবং চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।