মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৬ জুলাই ২০২৫, ৯:৪১ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে তৈরি হচ্ছে ‘অবস্থানপত্র’


শুল্ক নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনা আজ থেকেযুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক হ্রাসে শর্তসাপেক্ষ আলোচনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আলোচনায় অংশ নিতে বাংলাদেশের পক্ষ থেকে একটি ‘অবস্থানপত্র’ তৈরির কাজ চলছে, যার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মতামত নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার রাজধানীর বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বিভিন্ন মন্ত্রণালয়—যেমন খাদ্য, কৃষি, জ্বালানি, পররাষ্ট্র—এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিনিধিরা।

সভা শেষে বাণিজ্য সচিব জানান, “আমদানি-রপ্তানির ক্ষেত্রে অনেক মন্ত্রণালয় ও সংস্থা জড়িত। তাদের নিজস্ব নীতিমালা ও আইন আছে। তাই সবার মতামত নিয়েই অবস্থানপত্র তৈরি করা হবে।” তিনি আরও বলেন, “এ নিয়ে এখন থেকে নিয়মিত বৈঠক হবে। আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে ওই অবস্থানপত্র পাঠানো হবে।”

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার আলোচনা আগামী সপ্তাহে হওয়ার কথা থাকলেও এখনো নির্দিষ্ট সময় জানায়নি ট্রাম্প প্রশাসন।

এরই মধ্যে প্রস্তুতির অংশ হিসেবে বুধবার বিকেলে জুম প্ল্যাটফর্মে মার্কিন কোম্পানি শেভরন ও এক্সিলারেট এনার্জির সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা। আগামী ২২ জুলাই আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে। পরদিন, প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বাংলাদেশ দূতাবাস এক যৌথ বিবৃতিতে জানায়, কিছু বিষয়ে অগ্রগতি হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু অমীমাংসিত রয়ে গেছে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্র একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চায়, যার মধ্যে নিরাপত্তা ইস্যু ছাড়াও আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কিছু কঠোর শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে—এমন বার্তা দিয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে দেশটি। তবে তারা আলোচনার পথ এখনো খোলা রেখেছে বলে নিশ্চিত করেছে।

নিউজ পাওয়া যায়নি