মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
ডেস্ক রিপোর্ট বিজনেস ১৭ জুলাই ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
শেয়ার

৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ


নোট ছাপিয়ে ১২ ব্যাংককে দেওয়া হলো সাড়ে ৫২ হাজার কোটি টাকা ঋণ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। সরকার ঘোষিত জাতীয় ছুটির অংশ হিসেবে ওইদিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের নির্দেশনার আলোকে ৫ আগস্টকে জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো তফসিলি ব্যাংকগুলোর কার্যক্রমও সেদিন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ওইদিনের ছুটিকে ঘিরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা সে অনুযায়ী নির্ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।

নিউজ পাওয়া যায়নি