সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৩ অক্টোবর ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন
শেয়ার

বাটার প্রথম নারী ও বাংলাদেশি এমডি ফারিয়া ইয়াসমিন


Faria Yesmin

ফারিয়া ইয়াসমিন ।। ছবি: সংগৃহীত

বহুজাতিক জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারিয়া ইয়াসমিন। আগামী ২০ নভেম্বর থেকে তার দায়িত্ব কার্যকর হবে। এ নিয়োগের মাধ্যমে ফারিয়া ইয়াসমিন হচ্ছেন বাটার ইতিহাসে প্রথম নারী এবং প্রথম বাংলাদেশি, যিনি প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখার নেতৃত্বে আসছেন।

বাটা এক বিবৃতিতে জানিয়েছে, ফারিয়া ইয়াসমিন বর্তমান এমডি দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন। ২৩ বছরেরও বেশি সময় ধরে ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ব্যবসা পরিচালনা ও কৌশলগত পরিকল্পনায় অভিজ্ঞ ফারিয়া বাটার জন্য নতুন দিক উন্মোচন করবেন বলে আশা করছে কোম্পানিটি।

বাটায় যোগদানের আগে ফারিয়া ইয়াসমিন এসিআই পিএলসি’র চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রেকিট বেনকিজার, মারিকো ও নেসলে’র মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

ফারিয়া ইয়াসমিনের নিয়োগের খবর এমন এক সময়ে এলো, যখন বাটা বাংলাদেশের আর্থিক পারফরম্যান্সে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে বাটার লোকসান দাঁড়িয়েছে ৯ কোটি ৬৪ লাখ টাকা, যেখানে গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি ১৮ কোটি ৭৮ লাখ টাকার মুনাফা করেছিল। ঐ প্রান্তিকে প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৭.০৫ টাকা।

এছাড়া চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাটার রাজস্ব ৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৮ কোটি টাকা। বছরের প্রথম ছয় মাসে রাজস্ব ৫ শতাংশ কমে হয়েছে ৫১৪.৬৬ কোটি টাকা। একই সময়ে নিট মুনাফা ২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭.১৮ কোটি টাকা।

১৯৬২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে বাটা। বর্তমানে টঙ্গী ও ধামরাইয়ে কোম্পানিটির দুটি উৎপাদন কারখানা রয়েছে।

করপোরেট দুনিয়ায় বাটার এই নেতৃত্ব পরিবর্তনকে বাংলাদেশের ব্যবসায়িক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে—যেখানে ফারিয়া ইয়াসমিনের নিয়োগ নারীর নেতৃত্ব বিকাশের এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে।