
নির্বাচনকালীন বিশ্রাম ও প্রশিক্ষণের জন্য মাঠ থেকে সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে। বুধবার থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের ফেরানো হবে এবং বাকিদের পর্যায়ক্রমে বিশ্রামে পাঠানো হবে।
এ সিদ্ধান্ত হয় মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলমসহ বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তা।
সূত্র জানায়, সেনা প্রত্যাহারের আরেক উদ্দেশ্য হচ্ছে মাঠের প্রতিক্রিয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের পর সাতটি অস্ত্র চুরির অভিযোগ উঠেছে। তদন্ত চলছে এবং কয়েকটি বিদেশি সংস্থাকে সহায়তা চাওয়া হয়েছে। চুরি হয়ে থাকলে দায়ীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
গত ১৪ মাসে প্রায় ৪০টি বিচারবহির্ভূত হত্যার অভিযোগ এসেছে। এসব ঘটনার বিচার আইনানুগ প্রক্রিয়ায় হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নির্বাচনের সময়ও বহাল থাকবে।
নির্বাচনকেন্দ্রের নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন মিলেছে। তবে অর্থ বিভাগ অর্থ ছাড়ে বিলম্ব করছে। উপদেষ্টা দ্রুত বরাদ্দ সম্পন্নের নির্দেশ দিয়েছেন।
পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক অনুমোদনের প্রস্তাব কোর কমিটির বৈঠকে তোলা হলেও সদস্যরা বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন। প্রস্তাবিত রং ছিল- পুলিশের আয়রন, র্যাবের জলপাই, আনসারের সোনালি গম।
রাউজানে ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, রাউজান-ফটিকছড়ি অপরাধপ্রবণ ও দুর্গম এলাকা; অপরাধীরা পাহাড়ে আশ্রয় নেয়।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্বে থাকা অধিকাংশ ওসিকে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। অভিযুক্তদের অপসারণের পাশাপাশি একটি পুলিশ কমিশন গঠনের কাজও চলছে।
জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দমনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়নি। তাঁর আগমন ঘিরে বিপুল জনসমাগম ও নিরাপত্তা জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের পর তাঁর সফর অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

















