মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ নভেম্বর ২০২৫, ২:৪২ অপরাহ্ন
শেয়ার

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের


Atorny-General

অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান

পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। বুধবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি।

গত সোমবার বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। খালি আছে ৬৭টি যার মধ্যে ঝিনাইদহ-১ আসন একটি।

সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি ভোট করব। নমিনেশন চেয়েছি। অ্যাটর্নি জেনারেল হিসেবে এখনো আছি। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে ভোট করব। যখন সময় আসবে তখন করব।’

নিউজ পাওয়া যায়নি