মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ মার্চ ২০১৫, ৬:২২ অপরাহ্ন
শেয়ার

ভারতেকে সর্মথন করায় রং দিয়ে গোসল


barisalবরিশালের আগৈলঝাড়ায় এসকেএফ ওষুধ কোম্পানির এক প্রতিনিধি ও ফারিয়ার সাধারন সম্পাদক মো. শহিদ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলায় ভারতের সর্মথন করায় উপজেলা হাসপাতালের সামনে কয়েকজন জনতা রং দিয়ে তাকে গোসল করিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হওয়ার পর থেকেই সে ভারতের সর্মথন করে আসছিল। বাংলাদেশ ও ভারতের খেলার দিনও ঐ ব্যক্তি ভারতের সর্মথন করায় স্থানীয়রা তার সাথে বাজি ধরে। সেমিফাইনালে ভারত ও অস্টেলিয়ার খেলায় যদি অস্টেলিয়া পরাজিত হয় তাহলে সে স্থানীয়দের রং দেবে আর যদি ভারত পরাজিত হয় তাহলে স্থানীয়রা সবাই তাকে রং দিয়ে গোসল করিয়ে দেবে।

যে কথা সেই কাজ। ভারত পরাজিত হওয়ার সাথে সাথেই স্থানীয়রা তাকে রং দিয়ে গোসল করিয়ে দেয়। পরে সে স্থানীয়দের লজ্জায় মাথায় হেলমেট পরে মুখমন্ডল ঢেকে হাসপাতাল চত্তর ত্যাগ করে।

নিউজ পাওয়া যায়নি