সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৮ অগাস্ট ২০১৬, ৬:৫৫ অপরাহ্ন
শেয়ার

মেয়েদের আর্চারির দলীয় সোনাও কোরিয়ার


Archery koreaপুরুষদের মতো মেয়েদেরও দলগত আর্চারির সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া। ফাইনালে রাশিয়াকে ৫-১ পয়েন্টে হারিয়েছে তারা। এই ইভেন্টে টানা আট অলিম্পিকে সোনা জিতলো কোরিয়ার মেয়েরা।

রোববার গেমসের দ্বিতীয় দিনে শুরুর দুই সেট জিতে সোনা জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় দক্ষিণ কোরিয়ার মেয়েরা। তৃতীয় সেট ড্র হলে সোনা নিশ্চিত হয়ে যায় গত আসলের ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী কি বো-বায়ে ও তার দুই সতীর্থ চাং হাই-জিন ও চই মি-সুনের।

প্রথম দিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে আর্চারির পুরুষ দলগত বিভাগের সোনা জিতেছিল কোরিয়া।