
নিখোঁজ হওয়ার পাঁচদিন পর কেরানীগঞ্জের ব্যবসায়ী বাছের রনির (৩৪) লাশ পাওয়া গেছে। আজ সোমবার কেরানীগঞ্জের জিয়ানগর এলাকার নবচরে এক জঙ্গলের মধ্য থেকে রনির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।রনির বাবা আবদুল বারেক সরদার ও ছোট ভাই জনি ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুর ২টার দিকে জিয়ানগরে ওই লাশ পাওয়া যায়। তা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ব্যবসায়ী রনির স্বজন এবং এলাকার একাধিক বাসিন্দা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।পুলিশ রনির লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।লাশ উদ্ধারের খবর শুনে রনির মা ও স্ত্রী ডলি আক্তার কান্নায় ভেঙে পড়েন। নিহত রনির তিন সন্তান। এরা হচ্ছে রাইসা (১০), রাফসান (৫) ও রুপা (১১ মাস)।নিখোঁজ হওয়ার পরের দিনই গত ১ সেপ্টেম্বর রনির বাবা বারেক সরদার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল আহমেদকে প্রধান আসামি করে আরো কয়েকজনের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় মামলা করেন।এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনটিভি অনলাইনকে বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে নিয়েছি। এখন ময়নাতদন্ত করা হবে।’ তিনি জানান, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।স্থানীয় বাসিন্দারা অবিলম্বে রুবেলসহ অন্য আসামিদের গ্রেপ্তার করার দাবি জানান।





















