মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৮ জুন ২০১৭, ১১:৫৫ অপরাহ্ন
শেয়ার

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দম্পতি আটক


coxsbazar-airportকক্সবাজার বিমানবন্দর থেকে তিন হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার শহরের টেকপাড়ার নজির আহম্মদ ও তার স্ত্রী হুমায়রা বেগম। তারা নভোওয়ারের যাত্রী ছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বড়ুয়া বলেন, আটকদের কক্সবাজার সদর থানার রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

নিউজ পাওয়া যায়নি