সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২২ জুলাই ২০১৪, ২:০৭ অপরাহ্ন
শেয়ার

হামাসের সাথে যুদ্ধে গাজায় ২ ইসরাইলী সৈন্য নিহত


ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে দুই ইসরাইলী সৈন্য নিহত হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে নিহত ইসরাইলী সৈন্যের মোট সংখ্যা দাঁড়ালো ২৭।

_76429345_76429254মঙ্গলবার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজায় অপারেশন প্রটেকটিভ এজ চলাকালে আইডিএফের (ইসরাইল ডিফেন্স ফোর্সেস) দুই সৈন্য প্রাণ হারিয়েছে। এছাড়া আরো তিন সৈন্য মারাত্মক আহত হয়েছে।

গাজায় গত ৮ জুলাই ইসরাইলী অভিযান শুরুর পর এ পর্যন্ত ৫৭৬ ফিলিস্তিনী নিহত হয়েছে। জরুরি সেবা সংস্থার মুখপাত্র আশরাফ আল কুদ্র মঙ্গলবার এ কথা জানান।

এদিকে অভিযান শুরুর পর অসংখ্য গাজাবাসী তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। জাতিসংঘের হিসেব মতে, এ সংখ্যা এক লাখেরও বেশি। তারা ফিলিস্তিন শরণার্থী সংস্থা পরিচালিত ৬৯টি স্কুলে আশ্রয় চেয়েছে।

নিউজ পাওয়া যায়নি