শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৯ নভেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
শেয়ার

ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণভাবে’ বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের


Trump

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণভাবে’ বন্ধ করার হুমকি দিয়েছেন। শনিবার তিনি নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা করেন, সব বিমান সংস্থা, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের জন্য ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ বলে বিবেচনা করতে হবে। ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ট্রাম্প প্রশাসন বলছে, মাদক চোরাচালান রোধের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এতে নিকোলাস মাদুরো সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করেছে এবং নৌযানগুলোতে বোমা হামলা চালিয়েছে। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছে, যা জাতিসংঘের বিশেষজ্ঞরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্প আরও ঘোষণা করেছেন, প্রয়োজনে স্থলপথেও ভেনেজুয়েলার মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালানো হবে। অন্যদিকে, প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে ভেনেজুয়েলাবাসী ভীত নয় এবং ওয়াশিংটন নানা ‘অজুহাত ও মিথ্যাচার’ তৈরি করছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও মাদুরোর মধ্যে গত সপ্তাহে ফোনালাপ হয়েছে এবং সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হয়েছে, যদিও কোনো বৈঠকের পরিকল্পনা বর্তমানে নেই। এফএএ সতর্ক করেছে যে ভেনেজুয়েলার আকাশসীমায় ‘অবনতি হওয়া নিরাপত্তা পরিস্থিতি ও সামরিক তৎপরতা’ বিপদ সৃষ্টি করতে পারে। এর প্রেক্ষিতে দক্ষিণ আমেরিকার ছয়টি প্রধান এয়ারলাইন ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করেছে, যার জবাবে কারাকাস ওই এয়ারলাইনের অনুমতি বাতিল করেছে।

সূত্র: আলজাজিরা