সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৬ জুলাই ২০১৪, ৬:৩৪ পূর্বাহ্ন
শেয়ার

‘পরে ল্যান্ড করো, হামাসের রকেট আসছে’


ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেটের ভয়ে ইসরাইলে আসা কানাডার একটি বিমান আকাশে ঘোরাঘুরি করতে বাধ্য হয়েছে।

 গতকাল (শুক্রবার) সকালে টরেন্টো থেকে আসা এয়ার কানাডার একটি বিমান এ ঘটনার মুখোমুখি হয়। তেল আবিব বিমানবন্দরের আট কিলোমিটার আগে থাকতে এসি৮৪ ফ্লাইটের পাইলটকে বিমান না নামানোর নির্দেশ দেয়া হয় ইসরাইলের ট্রাফিক কন্ট্রোল থেকে। সে সময় বলা হয়- হামাসের রকেট আসছে একটু দেরি করে নামতে হবে।

5d448e73be911d0d8cb64f328783ff70_XLইসরাইলের নিয়ন্ত্রণ কক্ষের এ নির্দেশের কারণে এয়ার কানাডার ওই বিমানটি ১০ মিনিট দেরি করে তেল আবিব বিমানবন্দরে নামে। এ খবর নিশ্চিত করেছেন এয়ার কানাডার নারী মুখপাত্র ইসবেলা আর্থার।

 গতকাল দিনের প্রথম ভাগে হামাস জানিয়েছিল তাদের যোদ্ধারা তেল আবিব বিমানবন্দর লক্ষ্য করে রকেট ছুঁড়েছেন এবং ইসরাইলের সেনাবাহিনীও নিশ্চিত করেছে যে, গাজা থেকে ছোঁড়া দুটি রকেট তারা ভূপাতিত করেছে।

 এর আগে হামাসের রকেট হামলার কারণে আমেরিকা ও ইউরোপের বেশ কয়েকটি দেশ ইসরাইলে তাদের বিমানের ফ্লাইট অন্তত ৪৮ ঘণ্টার জন্য বাতিল করতে বাধ্য হয়েছিল।

নিউজ পাওয়া যায়নি