মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৩ সেপ্টেম্বর ২০১৪, ৭:১৩ অপরাহ্ন
শেয়ার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে বোন ও জয়কে ভাগ্নে সম্বোধন করায় গ্রেফতার


Facebook-troubleকুষ্টিয়ার কুমারখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোন এবং সজীব ওয়াজেদ জয়কে ভাগ্নে সম্বোধন করে ফেসবুকে পোস্ট দেয়ায় তথ্য ও প্রযুক্তি আইনে একজনকে গ্রেফতার করেছে  পুলিশ। বুধবার কুমারখালী থানা পুলিশ ইমরান হোসেন আরিফকে (৩০) গ্রেফতার করে। তিনি কুষ্টিয়া কুমারখালীর দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান নতুন বার্তাকে জানান, গত ২০ আগস্ট ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যদি জাতির পিতা হয় তাহলে শেখ হাসিনা আমার বোন, সজীব ওয়াজেদ জয় আমার ভাগ্নে, এমন সম্বোধন করে ফেসবুকে পোস্ট দেয়ায় ইমরান হোসেন আরিফের  বিরুদ্ধে বুধবার দুপুরে তথ্য ও প্রযুক্তি আইনে কুষ্টিয়া শহরের অনিক হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।

ওই মামলায় কুমারখালী থানা পুলিশ ইমরান হোসেন আরিফকে গ্রেফতার করেছে।

নিউজ পাওয়া যায়নি