শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৭ নভেম্বর ২০২৫, ২:৩৭ অপরাহ্ন
শেয়ার

রোবটের সঙ্গে মঞ্চে নাচলেন ইলন মাস্ক


Elon-Musk-Dances

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক গত বৃহস্পতিবার কোম্পানির বার্ষিক সাধারণ সভায় নেচে উদ্‌যাপন করেছেন। সভায় এক ভোটাভুটির মাধ্যমে শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য ১০ বছরের জন্য প্রায় এক লাখ কোটি ডলারের বেতন প্যাকেজ অনুমোদন করেন।

টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত সভায় মাস্কের বেতন প্যাকেজ অনুমোদনের পর তিনি মঞ্চে উঠে নাচতে শুরু করেন। মঞ্চে থাকা টেসলার রোবটও তার নাচের ভঙ্গি অনুসরণ করে নাচতে থাকে। উপস্থিত শেয়ারহোল্ডাররা এই দৃশ্য দেখিয়ে উল্লাসে মেতে ওঠেন।

নতুন বেতন প্যাকেজে ইলন মাস্ককে আগামী দশ বছরে কয়েকটি লক্ষ্য পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে- ২ কোটি গাড়ি সরবরাহ, ১০ লাখ রোবোট্যাক্সি চালু, ১০ লাখ রোবট বিক্রি এবং ৪০ হাজার কোটি ডলারের নিট মুনাফা অর্জন।

মাস্ক সভায় বলেন, “শেয়ারহোল্ডারদের অন্যান্য সভা একঘেয়ে হতে পারে, কিন্তু আমাদের সভা চমৎকার। দেখুন, এটা কত আনন্দের।” তিনি আরও জানান, টেসলা এখন একটি নতুন যুগে প্রবেশ করছে- যেখানে গাড়ি ছাড়াও রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রীয় ভূমিকা রাখবে।

টেসলার কর্তৃপক্ষ এবং বিনিয়োগকারীরা জানিয়েছেন, এই বেতন প্যাকেজ দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডারদের জন্য লাভজনক। মাস্ককে পুরো বেতন পেতে হলে টেসলারকে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে হবে এবং কোম্পানির বাজারমূল্য বৃদ্ধি পেতে হবে।

নতুন পরিকল্পনায়, মাস্ক টেসলার শেয়ারের মাধ্যমে ৮৭,৮০০ কোটি ডলার আয় করতে পারেন। মূলত এটি এক লাখ কোটি ডলার বেতন হিসেবে ধরা হয়েছে, যদিও কিছু অর্থ কোম্পানিতে ফেরত দিতে হবে।

টেসলার শেয়ারহোল্ডারদের অনুমোদনের মাধ্যমে মাস্ককে রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন যুগের নেতৃত্ব দিতে সহায়তা করা হবে।