সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৬ সেপ্টেম্বর ২০১৪, ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার

 আগামীকাল ইপিএস বাংলা ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল


আগামীকাল ইপিএস বাংলা ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আনসান মাঠে দুপুর একটায় দুই প্রতিদ্বন্দ্বী ওইদু নবাংকর একাদশ এবং ইথেউওন কিং ফাইটার্সের মধ্যে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। দুই দলই জেতার ব্যাপারে আশাপ্রকাশ করেছে।

ইথেউন কিং ফাইটার্স থকসন বি আর বি একাদশকে ৬১ রানে এবং সপ্নিল অগ্রণীকে ২৭ রানে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে ওইদু নবাংকর একাদশ সুওন হিরুসকে ৮৯ রানে এবং ইনছন একাদশকে ৯০ রানে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।

এছাড়া আগামীকাল বি এবং ডি গ্রুপের খেলাগুলো অনুষ্টিত হবে। সংউরি মাঠে সকাল নয়টায় ছনান এক্সপ্রেস এবং সংউরি লাওয়নের মধ্যে প্রথম ম্যাচ অনুষ্টিত হবে। দুপুর ১২টায় ছনবু বাংলা টাইগার এবং খিয়াংসি রয়েল ক্লাবের মধ্যে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। আনসান মাঠে গ্রুপ ডি’র প্রথম ম্যাচ সকাল এগারটায় খোয়াংজু ক্রিকেট একাদশের মোকাবেলা করবে কিংস ইলেভেন হুয়াসং। itaweon cricket team

oidu

ওইদু নবাংকর একাদশ