শুক্রবার । ডিসেম্বর ৫, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৯ নভেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
শেয়ার

রুদ্ধশ্বাস জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ


liton

লিটনের ফিফটি মূলত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩৯ রানে হেরেছিল স্বাগতিকরা।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। টিম টেক্টর ও লরকার টাকারের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে তারা। জবাবে লিটন দাসের ফিফটিতে ভর করে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

১৭১ রানের লক্ষ্যে উড়ন্ত সূচনা করেন পারভেজ হোসেন ইমন। কিন্তু তার সঙ্গী তানজিদ তামিমকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে। ১৬ বলে ২৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে ইমনের সঙ্গে তামিমের ভুল বোঝাবুঝিতে। ১০ বলে ৭ করে বোলার ম্যাকার্থির সরাসরি থ্রোতে ফেরেন তামিম।

তবে তামিমকে হারালেও ইমন আর লিটন দাসের ব্যাটে পাওয়ার প্লেতে ঝড় তোলে বাংলাদেশ। ৬ ওভারে টাইগাররা তোলে ১ উইকেটে ৬৬ রান। ইমন খেলছিলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। তার সেই আত্মবিশ্বাসী ইনিংসের ইতি ঘটে ডেলানির বলে রিভার্স সুইপ খেলতে গেলে। ২৮ বলে ৫ চার আর ২ ছক্কায় ৪৩ করেন ইমন।

ছক্কা মেরে ফিফটি পূরণ করেন লিটন (৩৪ বলে)। ইনিংসের ১৫তম ওভারে মার্ক এডায়ারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাকে। বাংলাদেশ অধিনায়কের ৩৭ বলে ৫৭ রানের ইনিংসে ছিল ৩টি করে চার-ছক্কার মার।

পরের ওভারে আরও এক উইকেট। এবার ছক্কা হাঁকাতে গিয়ে আউট সাইফ হাসান (১৭ বলে ২২)। চার বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর রানআউট হন তাওহিদ হৃদয় (৯ বলে ৬)। ৭ বলে ৫ করে বোল্ড হন নুরুল হাসান সোহান। ৬ উইকেট হারিয়ে সেই সময় শঙ্কায় পড়েছিল স্বাগতিকরা।

সেখান থেকে সাইফউদ্দিনের ব্যাটে জয়। ৭ বলে ২ চার আর ১ ছক্কায় ১৭ রানে অপরাজিত থাকেন সাইফউদ্দিন। ৩ বলে একটি ছক্কা হাঁকান শেখ মেহেদি। ওই ছক্কাতেই শেষ হয় ম্যাচ।

এর আগে ব্যাট হাতে আয়ারল্যান্ড ঝড়ো শুরু করেছিল। পাওয়ার প্লেতে তারা তোলে ৭৫ রান। কিন্তু এরপরই মেহেদী হাসানের শৃঙ্খলাপরায়ণ অফস্পিন থামিয়ে দেয় আইরিশদের গতি। টেক্টর ভাইদের পরপর বিদায় করেই তিনি ম্যাচের মোড় বদলে দেন। লোরকান টাকার ৩২ বলে ৪১ রান করে দলকে ১৭০ রানে পৌঁছে দিলেও শেষ দিকে বাংলাদেশের বোলারদের শৃঙ্খলা আয়ারল্যান্ডকে বড় স্কোর করতে দেয়নি।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন। তানজিম সাকিব ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

৪ উইকেটের এই জয়ে বাংলাদেশ সিরিজে ১–১ সমতায় ফিরেছে। এখন তৃতীয় ম্যাচটিই নির্ধারণ করবে সিরিজ কার হাতে যাবে।