মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
শেয়ার

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া


Palestinian

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রবিবার তিন দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে দেওয়া বার্তায় বলেন, “আজ ফিলিস্তিনি ও ইসরায়েলিদের শান্তির আশা এবং দুই রাষ্ট্র সমাধানের জন্য যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।”

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দেন, তার দেশ গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির উদ্যোগে অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে। তিনি এক্সে লিখেছেন, “কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন ও ইসরায়েল- উভয়ের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়তে আমাদের অংশীদারির প্রস্তাব রাখছে।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্তোনিও আলবানিজও রবিবার এক বিবৃতিতে জানান, তার দেশ একটি “স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রকে” স্বীকৃতি দিয়েছে।

বিশ্লেষকদের মতে, পশ্চিমা বিশ্বের তিন প্রভাবশালী দেশের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া ও দুই রাষ্ট্র সমাধানের প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে।

সূত্র: এএফপি

নিউজ পাওয়া যায়নি