মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:১১ অপরাহ্ন
শেয়ার

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট, বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’


নেতানিয়াহুর ভাষণের সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের ওয়াকআউটে খালি হয়ে যায় অধিবেশন কক্ষের বেশিরভাগ আসন।

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার মধ্যেই শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশনে বক্তব্য দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহুর ভাষণ শুরু হওয়ার আগমুহূর্তে এক বিরল প্রতিবাদের দৃশ্য দেখা যায়। বিশ্বের বেশিরভাগ দেশের প্রতিনিধিদল সাধারণ পরিষদ কক্ষ থেকে বেরিয়ে যান। গত বছরের মতো এবারও একই ধরনের প্রতিবাদের পুনরাবৃত্তি ঘটল।

এই ওয়াক আউটের ফলে একসঙ্গে অনেকেই বেরিয়ে যাওয়ায় বেরোনোর পথে লম্বা লাইন তৈরি হয়। তবে এর মধ্যেই মার্কিন প্রতিনিধিদল নেতানিয়াহুকে করতালি দেয়। নেতানিয়াহু সেই সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় হলে উপস্থিত ব্রাজিলীয় প্রতিনিধিদলকে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়াহ পরে থাকতে দেখা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬০ হাজার মানুষ। এখনো অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর ইসরায়েল জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের সমর্থনে নিজস্ব ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’-এর মাধ্যমে ত্রাণ বিতরণ শুরু করে। এসময় খাদ্য বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যা করছে দখলদার বাহিনী।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে।

নিউজ পাওয়া যায়নি