
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের কঠোর জবাব দিয়েছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘে ভাষণ দেওয়ার আগে সীমান্ত সন্ত্রাসবাদ ইস্যুতে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন তুললে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমরা সীমান্ত সন্ত্রাসবাদের ময়দানে ভারতকে পরাজিত করেছি।”
সাম্প্রতিক মাসগুলোতে পহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত–পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। নয়াদিল্লি এ হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে।
এ উত্তেজনা শুধু সীমান্তেই সীমাবদ্ধ নয়; ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়েছে। এশিয়া কাপে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন এড়িয়ে গেলে ক্রিকেটভক্তদের মধ্যে আলোচনার ঝড় ওঠে।
জাতিসংঘের মঞ্চে দেওয়া ভাষণে শেহবাজ শরিফ আবারও দাবি করেছেন, পাকিস্তান বিনা উসকানিতে আগ্রাসনের শিকার হয়েছে। তার ভাষায়, “শত্রুরা অহংকারে ভর করে আমাদের পূর্বাঞ্চলে হামলা চালিয়েছিল, কিন্তু আমরা তাদের অপমানিত অবস্থায় ফিরতে বাধ্য করেছি।”
তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদকে কোনোভাবেই সমর্থন করে না। বরং গত দুই দশকেরও বেশি সময় ধরে দেশটি বৈশ্বিক সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অগ্রভাগে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে।























