মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২ অক্টোবর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

২০৩০ সালের মধ্যে নিউক্লিয়ার ফিউশনে বিদ্যুৎ তৈরি করবে চীন


neuclear

সম্প্রতি ‘বেস্ট’ নামের যন্ত্রটির ডিউয়ার বেস সফলভাবে স্থাপন করা হয়েছে

নতুন এক মাইলফলক পার করেছে চীনের অত্যাধুনিক নিউক্লিয়ার ফিউশন যন্ত্র। সম্প্রতি ‘বেস্ট’ নামের যন্ত্রটির ডিউয়ার বেস সফলভাবে স্থাপন করা হয়েছে, যা কিনা মূল সংযোজন ধাপের আনুষ্ঠানিক সূচনা।

প্রকল্প টিম জানিয়েছে, ডিউয়ার হলো একটি বিশেষ নিরোধকযুক্ত পাত্র, যা ফিউশন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় অতিশীতল পরিবেশ বজায় রাখে।
এর আরেক বিশেষত্ব হলো এটি ব্যবহারিকভাবে নিউক্লিয়ার ফিউশন বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে। পরিকল্পনা অনুযায়ী, এই যন্ত্র ২০৩০ সালের মধ্যে প্রথমবারের মতো ফিউশনভিত্তিক বাল্ব জ্বালিয়ে ইতিহাস গড়বে।

নিউক্লিয়ার ফিউশনকে বলা হয় চূড়ান্ত পরিচ্ছন্ন জ্বালানির উৎস—যা সূর্যের অনুকরণে শক্তি উৎপাদন করে। এতে বিপুল শক্তি উৎপন্ন হয়, তবে তেজস্ক্রিয় বর্জ্য বা গ্রিনহাউস গ্যাসের নির্গমন ঘটে না।

নিউজ পাওয়া যায়নি