মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২ অক্টোবর ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
শেয়ার

গাজাগামী গ্লোবাল ফ্লোটিলাতে ইসরায়েলি হামলা, ইতালিতে বিক্ষোভে উত্তাল জনতা


Italy

অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে ইসরায়েলি সেনাদের হামলার ঘটনায় ইউরোপজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠে ইতালির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন। দেশটিতে তারা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযানে জোর করে উঠে অভিযাত্রীদের আটক করেছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার (২ অক্টোবর) এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

ঘটনার প্রতিবাদে ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। নেপলস, রোমসহ একাধিক নগরে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। নেপলসের প্রধান রেলস্টেশন দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। এর ফলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।

ফ্লোটিলার আয়োজকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দিক পরিবর্তনের চাপ দেয় ইসরায়েলি বাহিনী। ইতালিয়ান সাংবাদিক লরেঞ্জো আগস্টিনোর বরাতে জানা যায়, আলমা ও সিরিয়াস নামের জাহাজসহ কয়েকটি নৌযান আটক করেছে ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ।

তবে ৪৫ নৌযানের বিশাল বহরের কিছু জাহাজ এখনো গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে। ফ্লোটিলাতে অংশগ্রহনকারী বাংলাদেশের ড. শহিদুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‌‘আমরা এখনো গাজার পথে আছি।আমরা থামবো না।’

ইসরায়েলি বাহিনীর আগ্রাসী তৎপরতার কারণে জরুরি অবস্থা জারি করেছে ফ্লোটিলা কর্তৃপক্ষ। আয়োজকদের দাবি, নৌবহর ঘিরে ধরার সময় বেশিরভাগ জাহাজের সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় রয়েছে ৪৫টি বেসামরিক নৌকা ও জাহাজ। এতে বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ মানবাধিকারকর্মী, লেখক, আইনজীবী, রাজনীতিক ও সমাজকর্মী যোগ দিয়েছেন। আটক হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও।

নিউজ পাওয়া যায়নি